খুব শীঘ্রই আসছে রুবেল আনুশ’র দুটি নাটক “প্রথম প্রেমের গল্প” ও “মনের মানুষ” আসছে রুবেল আনুশ’র দুটি নাটক যার একটি “প্রথম প্রেমের গল্প” এবং অপরটি “মনের মানুষ”।

সবাই কি শুনতে চায় বা দেখতে চায় পরিচালক রুবেল আনুশ এর “প্রথম প্রেমের গল্পে” তাঁর “মনের মানুষ” টি কে? এ সম্পর্কে জানতে চাইলেন প্রযোজক আকবর হায়দার মুন্না।

নাটকটির গল্প পরিচালনায় রয়েছেনরুবেল আনুশ।সংলাপ চিত্রনাট্যআব্রাহাম তামিম।অভিনয়েপার্থ শেখ, ফারিন খান, মিলি বাসার, শিল্পি সরকার অপু, সাফিজ মামুন, ফাতেমা নাইস।চিত্রগ্রহণরফিক মোহাম্মাদ।
সৃজনশীল পরিচালকআব্রাহাম তামিম।
সম্পাদনায়প্রিন্স সজল।
নির্বাহী প্রযোজক খান মোহাম্মদ বদুরুদ্দীন।
সংগীত পরিচালকনাসিফ অনি, জাহিদ হাসান আনন।
পোস্টার ডিজাইন নাহিদ হোসেন।

অপর আরেকটি নাটক “মনের মানুষ” পরিচালনায় ছিলেন রুবেল আনুশ।
গল্পমাহমুদ রেজা তারেক
চিত্রনাট্য সংলাপ আব্রাহাম তামিম।
প্রধান সহকারী নাঈম রেজা কথা।
সহকারী পরিচালক মোহাম্মদ রাশেদ, আফরিন মুম।
অভিনয়েপার্থ শেখ, নওবা তাহিয়া হোসাইন, মিলি বাসার, সানজিতা ইসলাম, রিদম, তুহিন।
চিত্রগ্রহণরফিক মোহাম্মাদ।
সৃজনশীল পরিচালক আব্রাহাম তামিম।
সম্পাদনাপ্রিন্স সজল।
নির্বাহী প্রযোজকখান মোহাম্মদ বদুরুদ্দীন।
সংগীত পরিচালক নাসিফ অনি, জাহিদ হাসান আনন।
পোস্টার ডিজাইন নাহিদ হোসেন।

দেখতে চোখ রাখুন: Club11Entertainment এ।