“অস্তিত্বের প্রতিধ্বনি” নামে রাজধানীর লালমাটিয়ার কলাকেন্দ্রে শুরু হয়েছে শিল্পী রিপন সাহার একক প্রদর্শনী। কার্টুন শিল্পী শিশির ভট্টাচার্য শনিবার তার ৭৮টি শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনী উদ্বোধন করেন। এই প্রদর্শনী নিয়ে তিনি বলেন, “পিকটোরিয়াল” ও “ভিজ্যুয়াল” জগৎ নিয়ে যারা চলেন, তাঁদের এ প্রদর্শনী দেখা উচিত। ভালো না লাগার ভাষাটা কি? তা বুঝতে হলেও এ প্রদর্শনী দেখা প্রয়োজন।” […]