বিশ্বের প্রথম খেলাধুলার স্টেডিয়ামে দৃষ্টিহীনদের জন্য ব্যক্তিগত স্যাট-নাভ প্রযুক্তি
লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ড — যেটিকে বলা হয় ‘দ্য হোম অব ক্রিকেট’ — এবার যুক্ত হয়েছে প্রযুক্তির এক নতুন মাত্রায়। দৃষ্টিহীন, আংশিক দৃষ্টিশক্তিসম্পন্ন ও শারীরিকভাবে অক্ষম দর্শকদের জন্য লর্ডসে যুক্ত হয়েছে ব্যক্তিগত স্যাটেলাইট ন্যাভিগেশন (স্যাট-নাভ) প্রযুক্তি, যা এটিকে বিশ্বের প্রথম খেলাধুলার স্টেডিয়াম হিসেবে এই সুবিধা প্রদানকারী হিসেবে পরিচিত করেছে। এই উদ্ভাবনী প্রযুক্তিটি সরবরাহ করেছে […]