প্রতিবারের মতো এবারের ঈদেও ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউবে ঝড় তুলবে তাদের রকমারি ও ভিন্নধর্মী নাটক দিয়ে। সময়ের তারকাদের নিয়ে মোট ৫ টি নাটক উন্মোচন করবে Club11 এর চ‍্যানেলে। এই নাটকগুলোতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, ইরফান সাজ্জাদ, নিলয় আলমগীর, জিয়াউল হক পলাশ, সাফা কবির, তানিয়া বৃষ্টি, ফারিন খান, তানিয়া আহমেদ, মাসুম বাশার, শতাব্দী ওয়াদুদের মতো তারকারা।

Club11 এর ঈদ আয়োজন শুরু হবে “ভুল করে Mistake” নাটক দিয়ে। সম্পূর্ণভাবে মালয়েশিয়ায় নির্মিত নাটকটি পরিচালনার দায়িত্বে ছিলেন সময়ের একজন সেরা পরিচালক সহিদ উন নবী। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, মাসুম বাশার, সোহাগ আলম ও প্রমুখ। ক্লাব ইলেভেনর জন‍্য নিলয় ও তানিয়া দুজনেরই ২য় নাটক এটি। ঈদের দিন ইউটিউবে উন্মুক্ত হবে নাটকটি।

ঈদের ২য় দিন প্রচারিত হবে আলোচনায় থাকা নাটক “আজান”। কবিতায় হাত পাকিয়ে ২য় বারের মতো নাটক পরিচালনায় নামলেন পুলক অনিল। অত‍্যন্ত নিষ্ঠার সাথে পুলক নিজের ২য় কাজটি সম্পন্ন করেন ইরফান সাজ্জাদ, ফারিন খান সহ আরো অনেককে নিয়ে। সময়ের সাথে সাথে পরিপক্কতা অর্জন করা অভিনেতা ইরফান সাজ্জাদ নাটকটি নিয়ে প্রচন্ড আশাবাদী ও রোমাঞ্চিত। ফারিন খান যোগ করেছেন তাঁর অভিনীত একটি অনবদ্য নাটক হতে যাচ্ছে “আজান”। এই নাটকটি ক্লাব ইলেভেনে নিতে পেরে আমরা অত‍্যন্ত আনন্দিত, বলেন চ‍্যানেলের নির্বাহী প্রযোজক খান মোহাম্মদ বদরুদ্দিন।

তৃতীয় ধাপে ঈদের ৪র্থ দিন প্রচারে আসবে অত‍্যন্ত হাইপে থাকা ইউটিউব ফিল্ম “খালিদ”। পরিচিত কমেডি চরিত্র ভাঙার প্রক্রিয়ায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং তাতে জিয়াউল হক পলাশ অনেকটাই সফল। তারই রেশ মিলবে সম্পূর্ণ নতুন আংগিকে নির্মাণ ‘খালিদ’ এ। যেখানে পলাশকে দেখা যাবে একজন বক্সারের চরিত্রে। এটি নির্মাণ করেছেন জাতীয় চলচিত্র পুরুস্কারপ্রাপ্ত সিনেমা বিজ্ঞাপন ও নাট‍্য নির্মাতা তানিম রহমান অংশু। ইউটিউব ফিল্ম “খালিদ” এ পলাশ ছাড়াও অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, তানিয়া আহমেদ, সাফা কবির, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। প্রযোজক আকবর হায়দার মুন্না বলেন, আশা করি “খালিদ” ইউটিউবে নাটকের ধারনা পাল্টে দিবে। সিনেমার এবং ওটিটি’র সব মাসালা আমাদের “খালিদ” এ দেখিয়েছেন সফল নির্মাতা অংশু।

তরুণ নির্মাতা রুবেল আনুশের নির্দেশনায় ক্লাব ইলেভেন এ এবার আসবে “কানামাছি”। বরাবরের মতো রোমান্টিক ঘরানার এই নাটকে অভিনয় করেছেন সময়ের একজন সেরা অভিনেতা মুশফিক আর ফারহান আর তাঁর সাথে আছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। দুজনেই নাটকে দুর্দান্ত অভিনয় করেছেন, বলেন পরিচালক রুবেল আনুশ।

প্রথমবারের মতো ক্লাব ইলেভেন চ‍্যানেলের জন‍্য নাটক বানিয়েছেন জনপ্রিয় পরিচালক জুবায়ের ইবনে বকর। জীবনের বাজী রেখে মানুষের কল‍্যানে একজন “ফায়ার ফাইটার” এর ভূমিকা দেখতে পাবেন দর্শক এই নাটকে। এই চরিত্রে নিজেকে সঁপে দিয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ আর সাথে থাকবেন অভিনেত্রী ফারিন খান সহ আরো অনেকেই। নাটকটির বেশিরভাগ শুটিং হয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পল্লবি জোনে। এই ডিপার্টমেন্ট অত‍্যন্ত কার্যকর ভূমিকাও রেখেছেন এবং সবরকম সহযোগিতা করেছেন পরিচালক বকর ও তাঁর দলকে। দর্শকরাই বলবেন পুরো “ফায়ার ফাইটার” নাটকের দল কেমন করেছেন।

এই ৫ টি নাটক/ইউটিউব ফিল্ম/শর্টফিল্ম নিয়ে দর্শকদের আলোচনায় থাকতে চান টিম ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট। প্রচন্ড ব্যস্ত সময় কাটছে ক্লাব ইলেভেনের নির্বাহী প্রযোজক খান মোহাম্মদ সহ ডিজিটাল এনালিস্ট আফনান জুয়েল ও নিজস্ব এডিটর সাদ্দাম বিন ইয়াসিনের।