বক্সারের চরিত্রে প্রথমবার পলাশ।
অভিনেতা জিয়াউল হক পলাশ এর সবচেয়ে বড় পরিচিতি এসেছে জনপ্রিয় সিরিজ “ব্যাচেলর পয়েন্ট” এ কমেডি ঘরানার চরিত্রের মাধ্যমে। তবে সেই পরিচিত কমেডি চরিত্র ভাঙার প্রক্রিয়ায় রয়েছেন এই জনপ্রিয় অভিনেতা এবং তাতে পলাশ অনেকটাই সফল। তারই রেশ মিললো সম্পূর্ণ নতুন নির্মাণ ‘খালিদ’ এর পোস্টারে। যেখানে পলাশকে দেখা যাবে একজন বক্সারের চরিত্রে। এটি নির্মাণ করেছেন জাতীয় চলচিত্র পুরুস্কারপ্রাপ্ত সিনেমা বিজ্ঞাপন ও নাট্য নির্মাতা তানিম রহমান অংশু। ইউটিউব ফিল্ম “খালিদ” এ পলাশ ছাড়াও অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, তানিয়া আহমেদ, সাফা কবির, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। ইউটিউবের জন্য নির্মিত নাটকটি আসন্ন ঈদে “ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের” ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। ৬ মার্চ প্রযোজক আকবর হায়দার মুন্না, নির্মাতা অংশু ও অভিনেতা পলাশ ‘খালিদ’র পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই পুরো মিডিয়া পাড়ায় কথা হচ্ছে এটি নিয়ে। যেখানে দেখা যাচ্ছে, শরীর দিয়ে ঘাম ঝরছে পলাশের। হাত দুটো বক্সারের আদলে। যার মাধ্যমে নতুন এক পলাশকে দেখতে পেলো ভক্তরা।
পলাশ জানান, নতুন ল্যাংগুয়েজের ফাইট দেখা যাবে এতে। যেখানে হ্যান্ড টু হ্যান্ড, পিট ফাইটিং এবং বক্সিং রয়েছে। যেগুলো বাংলাদেশের ফিকশনের ক্ষেত্রে একেবারে নতুন।
পরিচালক অংশু বলেন, এটি একজন বোহেমিয়ান বক্সারের গল্প। যিনি ঘটনাক্রমে জীবনের বিভিন্ন জটিলতায় আটকে যান। এটি পুরোপুরি কাল্পনিক গল্প।
পলাশ আরো জানান, অংশু ভাই যেভাবে এই গল্পটি বুনেছেন, সেটা অবশ্যই ব্যতিক্রম। আমি সবসময় ব্যতিক্রমী গল্প ও চরিত্রে আগ্রহী। ঈদে দশটি কাজ করার চেয়ে দুয়েকটা ব্যতিক্রমী কাজই যথেষ্ট। এটি তেমনিই একটি কাজ।
প্রযোজক মুন্না বলেন, আশা করি “খালিদ” ইউটিউবে নাটকের ধারনা পাল্টে দিবে। সিনেমার এবং ওটিটি’র সব মাসালা আমাদের “খালিদ” এ দেখিয়েছেন সফল নির্মাতা অংশু। সবসময়ের মতো এবারো ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট দর্শকদের আনন্দ দিতে প্রস্তুত।
নির্বাহী প্রযোজক খান মোহাম্মদ যোগ করেন, দর্শক সম্পূর্ণ নতুনরুপে পাবে পলাশ কে। সাফা কবির, তানিয়া আহমেদ ও শতাব্দী ওয়াদুদের অভিনয় চোখে পড়বে দর্শকদের। ঈদের সপ্তাহ খানেক আগে প্রিমিয়ারের মাধ্যমে “খালিদ” এর ট্রেইলার উন্মোচন করা হবে।