দেশের প্রতি ভালোবাসা শুধু মুখে নয়। এই ভালোবাসা থাকে অন্তরের গভীরে। নিজের অবচেতন মনে এর জন্ম। আপনি দেশ ছেড়ে অন্যত্রে পাড়ি দিতে পারেন জীবনের তাগিদে, কিন্তু আপনার ভিন্নদেশের জীবনযাত্রার প্রতিটি ক্ষুদ্র-বৃহৎ অর্জন আপনাকে তুলে ধরবে একজন দেশপ্রেমিক হিসেবে। গর্বিত হবেন মাতৃভূমির নাম নিয়ে।

ঠিক তেমনই এক উদাহরণ হলেন কানাডায় অবস্থানরত বাংলাদেশী নাগরিক, শিশির সরকার। যিনি টরোন্টোর ৪২কিলোমিটার “ টিসিএস টরন্টো ওয়াটারফ্রন্ট ম্যারাথন ২০২৪” প্রতিযোগীতা অংশগ্রহণ করেন। সাড়ে ৪ ঘন্টার এই ম্যারাথনে ৩০০০০ (ত্রিশ হাজার) জন প্রতিযোগী অংশ নেন। শিশির সরকার ফিনিশিং টাচ ছুঁয়েই স্মরণ করেন নিজ মাতৃভূমিকে। আকাশপানে তুলে ধরেন বাংলাদেশের পতাকা।

১০,৪১৮ কিলোমিটার দূরে থেকেও নিজের এমন অর্জনে তিনি বাংলাদেশকে স্মরণ করেছেন। এমন অর্জনে গুডবাজবিডি টিমের পক্ষ থেকে তার জন্য শুভ কামনা।