আসছে ২৫ শে অক্টোবর ২০২৪ রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ কমপ্লেক্সে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের কল্যাণ তহবিল সংগ্রহের লক্ষে “উৎস সন্ধ্যা ২০২৪” এর আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানটি আয়োজন করছেন “উন্নয়ন সংস্থা উৎস বাংলাদেশ”। অনুষ্ঠানটি থেকে আয়োজিত সংগৃহীত অর্থ উৎস বাংলাদেশের পরিচর্যায় থাকা শিশু-কিশোরদের কল্যাণে ব্যয়িত হবে। অনুষ্ঠানে গাইবেন তিনজন তরুণ সঙ্গীতশিল্পী। তারা হচ্ছেন – ঋতুরাজ, নন্দিতা, এবং মাশা ইসলাম। তবে শ্রোতারা এই শো এর টিকেট কিনতে পারবেন ৭০০ থেকে ৩০০০ টাকার মধ্যে (টিকিফাইয়ে থেকে)।

উৎস – প্রথম আলো