দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে উত্তেজনাপূর্ণ এক রাতে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এক ম্যাচে গোলের বন্যা, আরেকটিতে কেবল এক গোলের ব্যবধান—তবে দুই দলই পেয়েছে সমান তিন পয়েন্ট।

কারাকাসে চূড়ান্ত পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলেছে আর্জেন্টিনা। মাত্র ৫২ মিনিটের মধ্যেই ৩–০ গোলে এগিয়ে যায় দলটি। স্কোরলাইন ৪–১ হওয়ার পর উরুগুয়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৪–৩ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টাইন যুবারা। ক্লদিও এচেভেরি ও মরিসিও কারিজ্জোর পারফরম্যান্সে স্পষ্ট, আর্জেন্টিনার ফুটবলে নতুন দিনের সূচনা হতে চলেছে।

ছবিঃ সংগৃহীত, সতীর্থ লুকাস ওবরেগনের সঙ্গে গোল উদ্‌যাপন এচেভেরির (ডানে)

অন্যদিকে, ব্রাজিল অনূর্ধ্ব–২০ দল যেন ধীর গতির ছন্দে এগোচ্ছে। উরুগুয়ের বিপক্ষে ১–০ গোলে জয়ের পর এবার একই ব্যবধানে হারিয়েছে কলম্বিয়াকে। ম্যাচের একমাত্র গোলটি করেন ডিফেন্ডার লাগো দা সিলভা, পেদ্রো হেনরিকের কর্নার থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়ান তিনি। তবে ৮৭ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন রাইটব্যাক ইগর সেরোতে। আগের ম্যাচেও ১০ জন নিয়ে শেষ করতে হয়েছিল ব্রাজিলকে।

এখন পর্যন্ত ৬ ম্যাচের ২টিতে হারা ব্রাজিল করেছে মাত্র ৭ গোল, বিপরীতে আর্জেন্টিনা ১৪ গোল করে আক্রমণে নিজেদের শক্তিশালী প্রমাণ করেছে। তবে গল্পের কচ্ছপ ও খরগোশের মতো, শেষ পর্যন্ত শিরোপার দৌড়ে কে এগিয়ে থাকবে, তা এখনই বলা যাচ্ছে না। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে কোনো ফাইনাল বা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নেই। ছয় দলের লিগভিত্তিক এই পর্ব শেষে যে দল পয়েন্ট তালিকায় শীর্ষে থাকবে, তারাই হবে চ্যাম্পিয়ন। আর এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল আর্জেন্টিনা।