নেইমার সান্তোসে স্বাক্ষর করলেন।
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে ছয় মাসের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন। শুক্রবার ক্লাবটি আনুষ্ঠানিকভাবে তার ফেরার ঘোষণা দেয়।
সান্তোসের সহ-সভাপতি ফার্নান্দো বনাভিদেস ক্যানাল স্পোরটিভিকে বলেন, “চুক্তিটি আপাতত ছয় মাসের, তবে আমরা চাই নেইমার আরও দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকুক। আশা করি, সে অন্তত আগামী বিশ্বকাপ পর্যন্ত আমাদের ক্লাবেই খেলবে।”

৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড বার্সেলোনা ও পিএসজিতে দুর্দান্ত সময় কাটানোর পর সৌদি আরবের আল হিলালে যোগ দিয়েছিলেন। সেখানে তার বার্ষিক বেতন ছিল প্রায় ১০৪ মিলিয়ন ডলার। তবে সৌদির ক্লাবটির হয়ে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছেন তিনি।
২০২৩ সালের আগস্টে আল হিলালে নাম লেখানোর পর মাত্র দুই মাসের মধ্যেই ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে তার বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। এর ফলে পুরো এক বছর তাকে মাঠের বাইরে থাকতে হয়। পরবর্তী সময়ে চোট কাটিয়ে ফিরতে গিয়ে আবারও হাঁটু ও হ্যামস্ট্রিং সমস্যায় পড়েন।
তবে সান্তোসে ফিরে নেইমার দারুণ আনন্দিত। ক্লাবের ঐতিহ্যবাহী স্টেডিয়াম এস্তাদিও উরবানো কালদেইরায় তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে স্থানীয় সংগীত তারকারা পারফর্ম করেন, যা নেইমারের ফেরাকে আরও স্মরণীয় করে তোলে।