বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে চীনের ডিপসিক এআই মডেলটি আলোচিত হয়ে উঠেছে। এর উদ্ভাবনী সক্ষমতা ও কার্যকারিতার কারণে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলো ডিপসিক নিয়ে নিজেদের ভাবনা প্রকাশ করছেন।

ওপেন এআইয়ের সিইও স্যাম অল্টম্যান ডিপসিকের আর১ মডেলকে চিত্তাকর্ষক বলে প্রশংসা করেছেন। তিনি বলেন, নতুন প্রতিযোগী থাকা জরুরি এবং ওপেনএআই আরও উন্নত মডেল প্রকাশ করবে।

মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ডিপসিককে কার্যকর ওপেন সোর্স মডেলের উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এআই দক্ষতা বাড়লে প্রযুক্তির চাহিদা আরও বাড়বে।

মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন ডিপসিকের সাফল্যকে ওপেন সোর্স গবেষণার শক্তি হিসেবে দেখেন। তিনি বলেন, ডিপসিকের অগ্রগতি চীনকে এগিয়ে নেয়নি, বরং ওপেন সোর্স মডেলের সক্ষমতা প্রমাণ করেছে।

সেলসফোর্সের সিইও মার্ক বেনিওফ ডিপসিকের জনপ্রিয়তা নিয়ে বলেন, এটি অ্যাপ স্টোরে চ্যাটজিপিটিকেও ছাড়িয়ে গেছে। এআই এখন পণ্যে পরিণত হয়েছে।

এনভিডিয়া ডিপসিকের আর১ মডেলকে চমৎকার এআই অগ্রগতি বলে অভিহিত করে জানায়, এটি টেস্ট টাইম স্কেলিংয়ের নিখুঁত উদাহরণ।

ডিপসিকের সাফল্য এআই প্রযুক্তির প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।