ষষ্ঠবারের মতো রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পেরেজ। ৭৭ বছর বয়সী ফ্লোরেন্তিনো পেরেজ পেশায় একজন ব্যবসায়ী হলেও এ নিয়ে পঞ্চমবারের মতো তিনি রিয়াল মাদ্রিদ ক্লাবটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তবে ছিলনা কোন প্রতিদ্বন্দ্বিতা।

গতকাল রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদ-লা পালমাস ম্যাচের পর ক্লাবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘নির্বাচনে একজনই প্রার্থী থাকায় রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে ফ্লোরেন্তিনো পেরেজের নাম ঘোষণা করা হয়েছে। রিয়াল মাদ্রিদের নিয়ম অনুসারে, বিকল্প প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় ফ্লোরেন্তিনো পেরেজকে।

শতবর্ষের পুরোনো এই ক্লাবের সবচেয়ে সফল প্রধান এই পেরেজ প্রথমবার ২০০০ সালে দায়িত্ব নিয়ে ২০০৬ সালে পদত্যাগ করেন। পরবর্তীতে ২০০৯ সালে দায়িত্ব নিয়ে টানা চালিয়ে যান। এখন ২০২৯ সাল পর্যন্ত রিয়ালের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে ক্লাবের নির্বাচনী বোর্ড।

সংগৃহীত ছবিঃ রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ

পেরেজ দায়িত্বরত অবস্থায় রিয়াল মাদ্রিদের ফুটবল ও বাস্কেটবল দলের জন্য মোট ৬৫টি ট্রফি জিতেছে। এর মধ্যে রয়েছে ৭টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ৩টি ইউরো লিগ চ্যাম্পিয়নশিপ।