কৃতজ্ঞতার ছোট্ট প্রতিফলন হিসেবে দেশের প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র বিতরণ করলো “ইরামন ফাউন্ডেশন”। সম্প্রতি তাদের এই সকল মহতী উদ্যোগের কারনে সকলের নিকট আস্থাভাজন হয়ে উঠেছে ফাউন্ডেশনটি।

সম্পুর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত ফাউন্ডেশনটি: কঠোর পরিশ্রম করা কৃষকদের পাশে দাঁড়িয়েছে আজ। কৃষকরাই যে আমাদের রত্ন, খাদ্য নিরাপত্তার মজবুত ভিত্তি তারই জানান দিলেন ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা জনাব আকবর হায়দার মুন্না।

দিন-রাত কঠোর পরিশ্রম ও শীতের কষ্ট উপেক্ষা করে আমাদের জীবনের সবচেয়ে মৌলিক চাহিদা “খাদ্যের” জোগান দেয় এই কৃষক। তাই ফাউন্ডেশনের কর্ণধার সামান্য সাহায্য-সহযোগিতা (শীতবস্ত্র বিতরণ) করতে ভূলেন নি একদমই। শীতের দিনগুলোতে একটু হলেও স্বস্তি এনে দেবে কৃষকদের মাঝে এই বিশ্বাস-টুকু ধারণ করেন- বিশিষ্ট এই কর্ণধার।

তিনি আশা রাখেন; এমন মানবিক প্রচেষ্টা সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে এবং অন্যদেরকেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।

কাজটি সম্পুর্ণ করতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন জনাব নাইমুল কবির এবং জনাব সাইফুর (ইরামন ফাউন্ডেশনের সদস্য)।