গতকাল রাতে বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন, ক্রিকইনফো, ও ক্রিকবাজ। যদিও এ বছর আইপিএল শুরু হওয়ার কথা ছিল ১৪ মার্চ। তবে তা পরিবর্তন হয়ে ২১শে মার্চ ২০২৫ নির্ধারণ করা হয়েছে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৫ মে, ২০২৫ এবং গত তিন বছরের ন্যায় এবারও ম্যাচ হবে মোট ৭৪টি। আইপিএল এর সাথে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা শেষে এ মাসের শেষ দিকে চূড়ান্ত সূচী ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।