Rock of the Three Whales / তিন তিমির পাথর।
প্রায় সাড়ে ৭ কোটি বছরের পুরনো এই ৩টি বৃহদাকৃতির পাথরকে উপর থেকে দেখলে মনে হয় যেন তিনটি তিমি সাগর ছেড়ে বনের ভেতর ভুল করে চলে এসেছে। এগুলোকে তাই ডাকা হয় ‘Rock of the Three Whales’ বা ‘তিন তিমির পাথর’ নামে। থাইল্যান্ডের বুয়েং কান প্রদেশের এক পাহাড় থেকে বেরিয়ে আসা এই পাথরগুলোর মাঝে দুটোতে পায়ে হেঁটে ওঠা গেলেও আরেকটিতে সেই সুযোগ নেই। থাই ভাষায় এগুলো পরিচিত ‘হিন সাম ওয়ান’ নামে। ভূ-পৃষ্ঠ থেকে এগুলোর উচ্চতা প্রায় ৯৮০ ফুট।