সেরা নাটকের পদক পেলো “বিদেশ”
“পুরষ্কার পেলে সবারই ভাল লাগে। সেরা নাটক “বিদেশ” হওয়াতে আনন্দের পরিমাণ আরো বেশি বেড়ে যায়, জানালেন দেশের জনপ্রিয় প্রযোজক আকবর হায়দার মুন্না।”

তিনি বলেন; নাটকটির পেছনে পরিচালক কাজল আরেফিন অমি (Kajal Arefin Ome) সহ রয়েছে পুরো বিদেশ টিম। নিজের জন্মস্থান সন্দ্বীপের হারামিয়া ক্লাব ইলাভেন (Haramia Club Eleven) এর টিম সহ আরও অনেকে। নাটকটির সাথে জড়িয়ে আছে অনেক মানুষের স্মৃতি-বিজড়িত কষ্ট।


সেই সাথে তিনি ধন্যবাদ জানালেন; আবির ইসলাম, নাঈমুল কবির, পারভেজ কাজী, আকবর হোসেন জাভেদ, CJFB Cultural Journalists Forum সহ সন্দ্বীপের অগণিত মানুষকে। প্রযোজক বলেন, “এই পুরস্কার আমাদের সবার।”
এছাড়াও, Club 11 entertainment এর আরেকটি নাটক “কিডনি”র জন্য পুরুষ্কৃত হয়েছেন অনেকেই।
সেরা পরিচালক হয়েছেন- কাজল আরেফিন অমি (Kajal Arefin Ome).
সেরা অভিনেতা হয়েছেন- জিয়াউল হক পলাশ (Ziaul Hoque Polash).
সেরা প্রমিজিং অভিনেতা হয়েছেন- মো: সাইদুর রহমান পাভেল (Md. Saidur Rahman Pavel).
সেরা প্রমিজিং অভিনেত্রী হয়েছেন- পারসা ইভানা (Parsa Evana).