এনটিভি আয়কনিক এওয়ার্ড (NTV Iconic Award) এ মনোনীত হয়ে এওয়ার্ড পাওয়াতে ধন‍্যবাদ জানিয়েছেন জনপ্রিয় প্রযোজক জনাব আকবর হায়দার মুন্না। প্রতিবছরের মত এবারও আয়োজিত হয়েছে NTV Iconic Award 2024. সেরা প্রযোজক হিসেবে স্বীকৃতি পেয়ে তিনি জানান, “আগামী বছর দর্শকদের জন্য আরো মনমাতানো ড্রামা অপেক্ষা করছে।” তাই তিনি দর্শকদের আগাম আহ্বান জানান।


সুদূর মালয়েশিয়াতে অনুষ্ঠিত এই এওয়ার্ড প্রোগ্রামে পদকটি (Best Iconic Producer, Drama) গ্রহন করেছেন Club11 Entertainment এর নির্বাহী প্রযোজক খান মোহাম্মদ বদরুদ্দিন। এওয়ার্ড পেয়েই তিনি ধন‍্যবাদ জানিয়েছেন Club11 Entertainment এর সম্মানিত দর্শকদের।

ছবিঃ সেরা প্রযোজক এওয়ার্ড

এছাড়াও ২০২৪ এ তার প্রযোজিত ড্রামাগুলো একের পর এক দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ইতোমধ্যে তিনি জানিয়েছেন, “বছরের প্রথমদিনই মুক্তি পেতে যাচ্ছে নতুন নাটক “কবিতায় প্রেম”।

নাটক: কবিতায় প্রেম

জনপ্রিয় এই প্রযোজকের বিশ্বাস অন্যান্য নাটকের মত এই নাটকটিও দর্শকের মনে গেঁথে থাকবে।

দেখতে চোখ রাখুন: #Club11Entertainment #BiggBEntertainment