আজ পহেলা ডিসেম্বর। বিজয়ের মাস। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে অনন্য ঘটনা ১৯৭১ সালের মুক্তিযুক্ত। সশস্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতি কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখে। মুক্তিযুদ্ধের গৌরবদীপ্ত বিজয় আসে ১৯৭১ সালের এই মাসে। ১৯৭১ সালে ডিসেম্বরের প্রথম থেকে মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ এবং যৌথ বাহিনীর জল, স্থল আর আকাশপথে কঠোর আক্রমণের সামনে পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

একটি স্বাধীন জাতি হিসেবে বিশ্বের কাছে আত্মপ্রকাশ অর্জন করে বাংলাদেশের জনগণ। অর্জিত হয় একটি স্বাধীন ভূ-খন্ড ও লাল সবুজ পতাকা। ভাষা আন্দোলন থেকে শুরু করে একের পর এক আন্দোলন এবং সবশেষে এক রক্তক্ষয়ী ৯মাস মুক্তিযুদ্ধের পর বিজয়ের স্বাদ পায় বাংলাদেশ।

লাখো শহিদ আর মা বোনের সম্ভ্রমহানির বিপরীতে স্বাধীনতা অর্জন করলেও বিভিন্ন বাঁধা এসেছে। তবুও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সুন্দর একটি দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দেশের প্রত্যেকটি মানুষ।