বিগত ৩০ অক্টোবর থেকে শুরু হওয়া কমফিট ফুটবল টুর্নামেন্টে প্রতিদিনই চলছে দর্শকদের সীমাহীন উত্তেজনা। আন্ত কারখানার এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে প্রায় ২০টি দল। মাঠে প্রতিটি দলকে ৭জন উপস্থাপন করলেও তাদের অনুপ্রেরণা যোগাতে রয়েছে তাদের সমর্থনকারী দর্শক আর দর্শকদের রয়েছে তাদের সমর্থন করা দলের প্রতি উন্মাদনা।

ম্যাচ শুরু হওয়ার পূর্বে দলগুলো মাঠে প্রবেশ করে তাদের পূর্ণসমর্থকদের নিয়ে। ম্যাচ শুরুর সাথেই সমর্থকগণ চলে যায় দর্শকসাড়িতে আর উপভোগ করতে থাকে তাদের পছন্দের দলকে। নাচে গানে উল্লাসে প্রবেশ করা দলগুলোর সাথে থাকে একজন চিয়ার লিডার। গানের তালে তালে তাদের উল্লাস করতে দেখা যায়।

আর এই উল্লাসে যোগদান করে দর্শকশ্রেণি। ম্যাচ শেষে বিজয়ীদলের উল্লাস যেন সমগ্র কমফিটের জয়ের উল্লাস হিসেবে মুখরিত হয়। দল ভুলে সকলে মেতে উঠে নাচগানের উল্লাসে। বিগত ১৪ কর্মদিবস ধরে চলতে থাকা এই টুর্নামেন্টের গ্রুপ পর্বশেষে আজ শনিবার ১৬নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সুপার এইট পর্ব।

নকআউট এই পর্ব থেকে নির্ধারণ হবে সেমিফাইনাল ও সেমিফাইনাল থেকে নির্ধারণ হবে ফাইনালে মুখামুখি হবে কোন দলগুলো। ১২হাজারের পরিবার কমফিট কম্পোজিট নীট লি. অধীর অপেক্ষায় এবারের চ্যাম্পিয়নকে বরণ করে নিতে।