হার দিয়ে শুরু করা ৩ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিলো না বাংলাদেশ ক্রিকেট দলের। এমন ম্যাচে আফগানিস্তানকে ৬৮রানে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় আসে নাজমুল হোসেন শান্তর দল।

৯নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাচ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট হাতে অধিনায়কের অর্ধশত সঙ্গে জাকির আলির নিপুন ব্যাটিংয়ে ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২৫২ রান। স্কোরবোর্ডে ২৫২ রান তুলতে ৭ উইকেট হারায় বাংলাদেশ দল। আফগানিস্তানের হয়ে নাঙ্গেলিয়া খরো নেন ৩টি উইকেট।

জয়ের আশায় ২৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমেই উইকেট হারায় আফগানিস্তান। প্রথম উইকেট এনে দেয় বাংলাদেশ দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। এরপর জুটি গড়তে চেষ্টা করলেও দলীয় ১১৮ থেকে ১১৯রানের মধ্যে আফগানদের ৩উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের অনুকূলে আনে বাংলাদেশ।
পরবর্তীতে রানে চাকা ঘুরলেও বড় জুটির অভাবে ৪৩ ওভারেই পরাজয়ের স্বাদ পেতে হয় আফগানিস্তান ক্রিকেট দলের। বাংলাদেশ দলের হয়ে ৩ উইকেট নেন নাসুম আহমেদ, এছাড়াও মিরাজ ও মোস্তাফিজ নেন ২টি করে উইকেট।

সূত্র- দৈনিক ইত্তেফাক