হজ যাত্রীদের জন্য বিমান টিকেটের ওপর আবগারি শুল্ক বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী বছর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন। এর ফলে হজের খরচ কমে আসবে বলে ধারণা করছে এনবিআর। এছাড়াও প্রতিটি যাত্রীর নিরাপত্তা ফি, এম্বারকেশন ফি ও এয়াপোর্ট নিরাপত্তা ফি এর ওপর ভ্যাটও প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

৪নভেম্বর (সোমবার) এ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সৌদি বিমান টিকেট নিতে বর্তমানে ৪হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়। হজযাত্রীদের জন্য এটি মওকুফ করার নির্দেশ দিয়েছে এনবিআর।

এ বছর বাংলাদেশ থেকে এই পবিত্র হজ পালনের সুযোগ পাবেন ১লক্ষ ২৭ হাজার ১৯৮ জন। চাঁদ দেখা অনুযায়ী আগামী ৪জুন সৌদি আরবে পবিত্র হজ পালনের সম্ভাব্য সময়।