আগামী ১২ নভেম্বর থেকে দেশের সকল সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হতে যাচ্ছে। প্রক্রিয়াটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত – গত সোমবার (২৮ অক্টোবর) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানা যায়।

ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর কাছে শূন্য আসনের তথ্য চেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। সেই সাথে ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বরের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে তথ্য প্রদান করতে বলা হয়েছে।

উল্লেখ্য যে, শিক্ষার্থীর চাহিদা সংখ্যা কোনোভাবেই ৫৫ জনের বেশি দেয়া যাবে না এবং ডিজিটাল লটারির মাধ্যমে বাছাইকৃত ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর।

সুত্রঃ আলোকিত বাংলাদেশ