এসেন্ট কর্পোরেট ফুটবল কাপ: পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেডের শিরোপা জয়
কর্পোরেট ফুটবলের মর্যাদাপূর্ণ আসর এসেন্ট কর্পোরেট ফুটবল কাপ-এ ৩য় বারের মতো সেরাদের মুকুট পরল পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড।

রোমাঞ্চকর ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ৪-৪ সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে গোলরক্ষক আশিকের দৃঢ়তায় ৩-২ গোলে প্রবল প্রতিদ্বন্দ্বী “বান্দো ডিজাইন লিঃ” কে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলে পেট্রোম্যাক্স। খেলায় জয়লাভের পর দল ও সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

দলের অধিনায়ক জনাব আজগার হায়দার-এর নেতৃত্বে মাহাবুব আলম রাজু, রাফিন হাসান, হাসান মোঃ আবু মুহিত, তৌহিদ নোমান এবং ফাইনাল মিস করা শায়ের খান ছিলেন পুরো টুর্নামেন্ট জুড়ে অপ্রতিরোধ্য। এছাড়াও ফাইনালে দর্শকদের সমাগম ছিল উপচে পড়া।

প্রথমবারের মতো কোম্পানির সিইও জনাব আরিফ আইনুল সুমন মাঠে বসে উপভোগ করলেন কর্পোরেট ফুটবলের রোমাঞ্চকর ফাইনাল।
পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেডের এই ঐতিহাসিক শিরোপা জয় দলটির কর্পোরেট ফুটবলে আধিপত্য আরও সুদৃঢ় করল।
পেট্রোমেক্স তথা ইয়ুথ গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব আকবর হায়দার মুন্না বলেন, “এই শিরোপা আমাদের ঐক্য, পরিশ্রম ও দৃঢ় মনোবলের সার্থক প্রতিফলন। আমরা দেখিয়ে দিয়েছি—চ্যালেঞ্জ যত কঠিনই হোক, একতা, শৃঙ্খলা ও ইতিবাচক মনোভাব থাকলে জয় অবশ্যম্ভাবী।”
#TeamComfit #TeamPetromax #CorporateFootball