আজকের টিভি সূচি: ক্রিকেট-টেনিসে জমজমাট দিন (৪ আগস্ট ২০২৫)
আজ ৪ আগস্ট, ক্রীড়ামোদীদের জন্য টেলিভিশনের পর্দায় রয়েছে নানা ধরণের খেলাধুলার আয়োজন। ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে বিশেষ করে ইংল্যান্ড-ভারতের মধ্যকার সিরিজ নির্ধারণী টেস্টের দিকে, যা গড়িয়েছে পঞ্চম দিনে। এছাড়া সকালেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। টেনিসপ্রেমীদের জন্যও থাকছে কানাডিয়ান ওপেনের রোমাঞ্চ।
🔸 টি-টোয়েন্টি ক্রিকেট:
পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচটি শুরু হবে আজ সকাল ৬টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
🔸 ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজ:
ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে আজ মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দল। খেলা শুরু হবে বেলা ১টা ১৫ মিনিটে এবং তা সরাসরি দেখা যাবে ইউটিউব/জিম্বাবুয়ে ক্রিকেট চ্যানেলে।
🔸 ওভাল টেস্টের পঞ্চম দিন:
ইংল্যান্ড ও ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ দিনটি শুরু হবে বিকেল ৪টায়। টেস্ট ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস ১ ও সনি স্পোর্টস ৫ চ্যানেল।
🔸 টেনিস – কানাডিয়ান ওপেন:
টেনিসপ্রেমীদের জন্য আজ রাতে রয়েছে কানাডিয়ান ওপেন এর খেলা। এই ম্যাচটি শুরু হবে রাত ১০টা ৩০ মিনিটে, সম্প্রচার করবে সনি স্পোর্টস ২।
আজকের দিনটি তাই ক্রীড়ামোদীদের জন্য রোমাঞ্চে ভরা। পছন্দমতো খেলা বেছে নিয়ে বসে পড়ুন টিভির সামনে।