রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ১৫ লাখ ইউরো অনুদান দিলো ফ্রান্স!
ফ্রান্সের দেয়া ১৫লাখ ইউরো অনুদান স্বাগত জানালো জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। ২০১৭ সালে নিজ দেশ থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া ১০লাখ রোহিঙ্গা শরণার্থী মানবিক সহায়তার ওপরই নির্ভরশীল। ফ্রান্সের এই সহায়তার উদ্দেশ্য হলো শরণার্থীদের দক্ষতা বৃদ্ধি।
সুম্বুল রিজভি নামের এক ইউএনএইচসিআরের প্রতিনিধি বলেন, “ফ্রান্স শরণার্থীদের জন্য চলমান মানবিক কর্মকান্ডের এক অবিচল সমর্থক। এই অনুদান রোহিঙ্গাদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নসহ মানবিক সাহায্য ও সুরক্ষা সহায়তা নিশ্চিত করবে এবং এটী কক্সবাজারের পরিবেশের সফল পুনবার্সনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।”
চলতি বছরে মানবিক সংস্থাগুলো রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয় প্রদানকারী স্থানীয় বাংলাদেশিসহ প্রায় সাড়ে ১৩লাখ মানুষের প্রয়োজনের তাগিদে প্রায় ৮৫২মিলিয়ন মার্কিন ডলার অর্থের আবেদন জানিয়েছিল। গত বছরের বিশ্ব শরণার্থী ফোরামের শরণার্থীদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধির জন্য যা পরিকল্পনা করা হয়েছিল, সেগুলো বাস্তবায়ন করতে বিশ্বের সকলকে এগিয়ে আসতে হবে। তবে এই অনুদান বাংলাদেশের সরকারের ওপর চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।