আজ টিভির পর্দায় জমজমাট ক্রীড়ামঞ্চ (১৩ জুলাই ২০২৫)
আজ রোববার টিভির পর্দায় থাকছে দিনভর নানা গুরুত্বপূর্ণ ও উত্তেজনাপূর্ণ খেলাধুলার আয়োজন। ক্লাব বিশ্বকাপের ফাইনাল থেকে শুরু করে উইম্বলডনের পুরুষ এককের শিরোপা লড়াই, রয়েছে ক্রিকেট, ফুটবল এবং টেনিসের একগুচ্ছ ম্যাচ।
🔹 ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি চেলসি ও পিএসজি
প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের ফাইনালে একে অপরের মুখোমুখি হচ্ছে ইংলিশ জায়ান্ট চেলসি ও ফরাসি ক্লাব পিএসজি। ম্যাচটি দেখা যাবে রাত ১টা থেকে ডিএজেডএন ওয়েবসাইটে।
🔹 উইম্বলডন পুরুষ এককের ফাইনাল
টেনিসপ্রেমীদের জন্য আজ বড় দিন। আলকারাজ ও সিনার মুখোমুখি হবেন মর্যাদাপূর্ণ উইম্বলডনের ফাইনালে। খেলা সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২, রাত ৯টা থেকে।
🔹 টি-টোয়েন্টি সিরিজ: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শুরু সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
🔹 সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল
আজ অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের দুটি ম্যাচ—
- শ্রীলঙ্কা বনাম ভুটান: বিকেল ৩টা, টি স্পোর্টস টিভিতে।
- বাংলাদেশ বনাম নেপাল: সন্ধ্যা ৭টা, টি স্পোর্টস ডিজিটালে।
🔹 লর্ডস টেস্ট: চতুর্থ দিন
ইংল্যান্ড ও ভারতের মধ্যকার চলমান লর্ডস টেস্টের আজ চতুর্থ দিন। খেলা শুরু বিকেল ৪টা থেকে, সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস ১ ও ৫।
🔹 গ্লোবাল সুপার লিগ
আজ রাতে মুখোমুখি হচ্ছে হোবার্ট ও রংপুর। ম্যাচটি দেখা যাবে টি স্পোর্টস ডিজিটালে, রাত ৮টা থেকে।
🔹 কিংস্টন টেস্ট: দ্বিতীয় দিন
ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় দিনের খেলা শুরু হবে রাত ১২টা ৩০ মিনিটে, দেখা যাবে টি স্পোর্টসে।
🎾⚽🏏
খেলাধুলায় ভরপুর আজকের দিন। পছন্দের খেলা বেছে নিয়ে উপভোগ করুন টিভির পর্দায়।