ক্রেমোনায় ফিয়াট পাণ্ডা প্রেমীদের এক বিশাল সমাবেশে এক নতুন চমক নিয়ে হাজির হলেন ইতালির এক প্রতিভাবান মেকানিক। আন্দ্রেয়া মারাজ্জি নামের ওই কারিগর তৈরি করেছেন মাত্র ৫০ সেন্টিমিটার চওড়া একটি ‘পাণ্ডা ফর ওয়ান’—একজনের জন্য নির্মিত সুপার-স্লিম ফিয়াট পাণ্ডা।

মজার বিষয় হলো, এই গাড়িটি তিনি বানিয়েছেন তাঁর বাবার স্ক্র্যাপইয়ার্ডে পড়ে থাকা ১৯৯৩ সালের একটি পুরোনো মডেলের গাড়ির ৯৯ শতাংশ যন্ত্রাংশ ব্যবহার করে। গাড়িটিতে একটি স্কুটারের ইঞ্জিন সংযুক্ত করা হয়েছে, যা এটিকে সচল রাখে। পুরো প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণ হস্তনির্মিত।

আন্দ্রেয়া বলেন, “পাণ্ডা দিয়ে কেউ বাথটাব বানিয়েছে, কেউ আবার কাঠ দিয়ে পাণ্ডা তৈরি করেছে। কিন্তু এত পাতলা পাণ্ডা আগে কেউ তৈরি করেনি।”

উক্ত অনুষ্ঠানে হাজির হাজারেরও বেশি পাণ্ডা গাড়ির অনুরাগীরা এই অভিনব উদ্ভাবন দেখে বিস্ময় ও প্রশংসা প্রকাশ করেন। এটি শুধু একটি গাড়ি নয়, বরং সৃষ্টিশীলতা ও কারিগরি দক্ষতার এক অসাধারণ নিদর্শন।