আজকের দিনটি ক্রীড়াপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর দিন হতে যাচ্ছে। ফুটবল থেকে টেনিস, ক্রিকেট—সব খেলাতেই রয়েছে উত্তেজনার ছোঁয়া। উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে নামছেন টেনিস তারকা নোভাক জোকোভিচ ও ইয়ানিক সিনার। অন্যদিকে, রাতে ফিফা ক্লাব বিশ্বকাপে জমজমাট লড়াইয়ে মুখোমুখি হবে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এ ছাড়া মেয়েদের টি-টোয়েন্টি সিরিজে আজ মাঠে নামছে ইংল্যান্ড ও ভারত।

আজকের খেলার সময়সূচি:

🎾 উইম্বলডন (কোয়ার্টার ফাইনাল)
সময়: সন্ধ্যা ৬টা
চ্যানেল: স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২

🏏 মেয়েদের টি-টোয়েন্টি: ইংল্যান্ড বনাম ভারত
সময়: রাত ১১টা ৩০ মিনিট
চ্যানেল: সনি স্পোর্টস ১

ফিফা ক্লাব বিশ্বকাপ (দ্বিতীয় সেমিফাইনাল): পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ
সময়: রাত ১টা
স্ট্রিমিং: ডিএজেডএন ওয়েবসাইট

দিনশেষে জমে উঠবে ক্লাব ফুটবলের সবচেয়ে আলোচিত লড়াই—পিএসজি বনাম রিয়াল। চোখ থাকবে এমবাপে, ভিনিসিয়ুসদের পারফরম্যান্সে। তাই যারা ক্রীড়ার ভক্ত, তাদের জন্য আজকের সন্ধ্যা ও রাত হতে যাচ্ছে দারুণ উপভোগ্য।