আজ ক্রীড়ামোদীদের জন্য টিভি পর্দায় রয়েছে উত্তেজনায় ভরপুর একদিন। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিনটি ভিন্ন খেলায় জমে উঠেছে প্রতিযোগিতা, আর সেগুলো সরাসরি সম্প্রচার করবে দেশের ও আন্তর্জাতিক কয়েকটি টেলিভিশন চ্যানেল ও প্ল্যাটফর্ম।

বাংলাদেশ-শ্রীলঙ্কা: সিরিজের মীমাংসা আজ
ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশশ্রীলঙ্কা, আর এই ম্যাচই নির্ধারণ করবে কার হাতে উঠবে সিরিজ ট্রফি।
📺 লাইভ: বেলা ৩টা থেকে, টি স্পোর্টস

উইম্বলডন: শুরু কোয়ার্টার ফাইনাল পর্ব
টেনিসের মর্যাদাপূর্ণ আসর উইম্বলডন এখন শেষ আটে। আজ মাঠে গড়াবে পুরুষ ও নারীদের কোয়ার্টার ফাইনাল পর্বের কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ। বিশ্বের শীর্ষ তারকারা আজ নামবেন কোর্টে।
📺 লাইভ: সন্ধ্যা ৬টা থেকে, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২

ক্লাব বিশ্বকাপ: প্রথম সেমিফাইনালে চেলসি-ফ্লুমিনেন্স দ্বৈরথ
সরাসরি ফুটবলের মাঠে আজ ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংলিশ ক্লাব চেলসি ও ব্রাজিলিয়ান জায়ান্ট ফ্লুমিনেন্স। শিরোপার পথে এক ধাপ এগিয়ে যাওয়ার লড়াইয়ে দুই দলেরই লক্ষ্য থাকবে জয়ের মাধ্যমে ফাইনালের টিকিট নিশ্চিত করা।
📺 লাইভ: রাত ১টা থেকে, ডিএজেডএন (DAZN) ওয়েবসাইটে

দিনভর এমন জমজমাট খেলার লাইভ অ্যাকশন মিস না করতে চোখ রাখুন টিভি পর্দায় ও অনলাইন স্ট্রিমিংয়ে।