ক্লাব বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে গার্সিয়া ও নেতো
ফিফা ক্লাব বিশ্বকাপ এখন জমজমাট শেষ পর্যায়ে। ৩২ দলের অংশগ্রহণে শুরু হওয়া টুর্নামেন্টে এখন টিকে আছে মাত্র ৪ দল। শেষ তিন ম্যাচের অপেক্ষায় থাকা এই প্রতিযোগিতায় একদিকে যেমন শিরোপার জন্য লড়াই, অন্যদিকে চলছে ব্যক্তিগত সাফল্যের হিসাব-নিকাশ।
এই মুহূর্তে সবচেয়ে আলোচিত পুরস্কারগুলোর একটি হলো গোল্ডেন বুট—অর্থাৎ সর্বোচ্চ গোলদাতার খেতাব। প্রতিযোগিতায় গোলদাতার তালিকায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় সবার চেয়ে এগিয়ে রয়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড গনসালো গার্সিয়া।

মাত্র ২১ বছর বয়সী এই ফুটবলার ক্লাব বিশ্বকাপে রীতিমতো চমকে দিয়েছেন সবাইকে। রিয়ালের হয়ে খেলা প্রতিটি ম্যাচেই রেখেছেন গোল কিংবা অ্যাসিস্টে অবদান। এখন পর্যন্ত তাঁর গোল সংখ্যা ৪, সঙ্গে রয়েছে ১টি অ্যাসিস্ট। রিয়াল এখনো প্রতিযোগিতায় টিকে থাকায় গার্সিয়ার সামনে রয়েছে আরও গোল করার সুযোগ। আর একটি গোল করলেই তিনি এককভাবে শীর্ষে উঠে যেতে পারেন।
গার্সিয়ার সঙ্গে সমান ৪ গোল করে আছেন বেনফিকার অভিজ্ঞ তারকা আনহেল দি মারিয়া, আল হিলালের মার্কোস লিওনার্দো এবং বরুসিয়া ডর্টমুন্ডের সেরহু গিরাসি। কিন্তু তাঁদের দলগুলো ইতিমধ্যে বিদায় নেওয়ায় এই তিনজনের আর গোল বাড়ানোর সুযোগ নেই। ফলে প্রতিযোগিতায় টিকে থাকা খেলোয়াড়দের মধ্যে গার্সিয়া সবচেয়ে এগিয়ে।
তবে গার্সিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন চেলসির উইঙ্গার পেদ্রো নেতো, যিনি এখন পর্যন্ত করেছেন ৩টি গোল। সেমিফাইনাল ও সম্ভাব্য ফাইনালে গোল পেলে তিনিও ছিনিয়ে নিতে পারেন সেরা গোলদাতার মুকুট।

তবে গোল্ডেন বুটের লড়াই এখানেই শেষ নয়। এখনো তিনটি ম্যাচ বাকি, যেখানে মাঠে নামবেন ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, পালমারদের মতো তারকারা। তাঁদের পা থেকেও আসতে পারে চমক। শেষ পর্যন্ত গোল্ডেন বুট উঠবে কার হাতে, তা জানতে অপেক্ষা করতে হবে প্রতিযোগিতার শেষ বাঁশি বাজা পর্যন্ত।
এই প্রতিযোগিতার শেষ পর্ব তাই শুধু শিরোপা নয়, ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকেও দারুণ উত্তেজনা নিয়ে আসছে ফুটবলপ্রেমীদের জন্য।