ফুটবল র্যাংকিংয়ে এক সিঁড়ি উপরে বাংলাদেশ!
ফুটবল র্যাংকিংয়ে এক ধাপ উন্নতি করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা গতরাতে র্যাঙ্কিং এর তথ্য প্রকাশ করেছে। ৮৯৬.৭১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে ১৮৫তম স্থানে। প্রায় দেড় মাস পর ফিফা র্যাংকিং এ উন্নতি হয়েছে লাল সবুজের বাংলাদেশ ফুটবল দলের।
এছাড়াও র্যাংকিয়ে শীর্ষস্থানে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেটিনা। দ্বিতীয়স্থানে আছে বর্তমান রানার্সআপ ফ্রান্স এবং স্পেন আছে তৃতীয়স্থানে। ইংল্যান্ড ও ব্রাজিল আছে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চমস্থানে।