বাংলাদেশ নারী দলের সামনে আজ ইতিহাস গড়ার সুযোগ
২০২৬ এশিয়ান কাপ নারী ফুটবলের বাছাইপর্বে আজ মিয়ানমারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ইয়াঙ্গুনে আয়োজিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেলে নিশ্চিত হবে চূড়ান্ত পর্বের টিকিট। ড্র করলেও টিকে থাকবে আশা, তবে হারলেই বিদায়।
প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা। তবে প্রতিপক্ষ মিয়ানমার র্যাঙ্কিংয়ে এগিয়ে এবং ঘরের মাঠের সুবিধাও তাদের পক্ষে।
বাংলাদেশ সময় বিকেল ৩:৩০টায় থুউন্না স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
ফরোয়ার্ড সৌরভী, রিপা ও মিডফিল্ডার স্বপ্না সবাই জয়ের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। কোচ বাটলারও আশাবাদী—মেয়েরা সাহস ও পরিকল্পনা নিয়ে খেলবে।
তিন দলের গ্রুপে বাংলাদেশ ও মিয়ানমারের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা। ৫ জুলাই বাংলাদেশের পরবর্তী ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে। তাই আজকের ম্যাচকেই ধরা হচ্ছে ‘গ্রুপ ফাইনাল’ হিসেবে।
এটাই হতে পারে বাংলাদেশের নারী ফুটবলে নতুন ইতিহাস লেখার দিন।