আজকের খেলার সূচি (২৭ জুন ২০২৫)
খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ জমজমাট। মাঠে গড়াচ্ছে দুটি টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা এবং ফিফা ক্লাব বিশ্বকাপের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ।
কলম্বো টেস্টে আজ তৃতীয় দিন
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার চলমান টেস্ট সিরিজের তৃতীয় দিনের খেলা শুরু হবে আজ সকাল ১০টা ২৩ মিনিটে। খেলা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস এবং সনি স্পোর্টস টেন ২ চ্যানেল।
ফিফা ক্লাব বিশ্বকাপের উত্তেজনা সকালেই
বিশ্ব ফুটবলের ক্লাব পর্যায়ের মর্যাদাপূর্ণ আসর ফিফা ক্লাব বিশ্বকাপে আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। ইউরোপের চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে অস্ট্রিয়ার সাল্জবুর্গের। ম্যাচটি শুরু হবে সকাল ৭টায় এবং সরাসরি দেখা যাবে ডিএজেডএন (DAZN) ওয়েবসাইট ও অ্যাপে। একই সময়ে আরেক ম্যাচে সৌদি ক্লাব আল হিলাল লড়বে মেক্সিকোর পাচুকার বিপক্ষে।
ব্রিজটাউনে চলছে টেস্ট যুদ্ধ
অন্যদিকে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে চলছে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচ। ব্রিজটাউনের এই টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে রাত ৮টায়, টি স্পোর্টসে দেখা যাবে পুরো ম্যাচ।
দিনের শুরু থেকে রাত পর্যন্ত আজ টিভির পর্দায় থাকছে ক্রিকেট ও ফুটবলের দারুণ সব লড়াই।