হাতির চামড়ার মতো টেক্সচারের ‘ফাঙ্গাস টাইলস’ দিয়ে ভবন ঠান্ডা রাখার নতুন উপায়
ভবন নির্মাণ খাতে বিদ্যুৎভিত্তিক শক্তির ব্যবহারই বিশ্বের প্রায় ৪০ শতাংশ কার্বন নির্গমনের জন্য দায়ী। পরিবেশবান্ধব বিকল্প ব্যবহার না করলে এই হার আরও বাড়তে পারে। এবার এমন একটি নতুন আবিষ্কার এসেছে যা ভবনগুলোকে বিদ্যুৎ ছাড়াই ঠান্ডা রাখতে সাহায্য করবে—হাতির চামড়ার মতো বর্ণ ও গঠনের বিশেষ ছাঁচে তৈরি “ফাঙ্গাস টাইলস”।
সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (NTU) গবেষকরা তৈরি করেছেন এই বিশেষ ধরণের ছাঁটাই করা টাইলস, যা কোনো বৈদ্যুতিক শক্তি ছাড়াই প্রাকৃতিকভাবে ভবন ঠান্ডা রাখতে সক্ষম। গবেষকদলের নেতৃত্বে ছিলেন অ্যাসোসিয়েট প্রফেসর হরটেন্স লে ফেরান্ড।
কী দিয়ে তৈরি এই টাইলস?
এই টাইলস তৈরি করা হয়েছে মাইসেলিয়াম (ফাঙ্গাসের রুট নেটওয়ার্ক) ও জৈব বর্জ্যের সমন্বয়ে গঠিত এক প্রকার বায়োম্যাটেরিয়াল দিয়ে। বিশেষত্ব হলো—এই টাইলসে হাতির চামড়ার মতো খসখসে ও ভাঁজযুক্ত টেক্সচার রয়েছে।
হাতির দেহে ঘামগ্রন্থি খুবই কম, শুধুমাত্র পায়ের নখের পাশে কিছুটা থাকে। তাই শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে হাতির চামড়ার ভাঁজ ভূমিকা রাখে। গবেষকরা সেই প্রকৃতির অনুকরণেই এই টাইলসের গঠন তৈরি করেছেন।
গবেষণায় চমকপ্রদ ফলাফল
পরীক্ষাগারে দেখা গেছে, হাতির চামড়া-অনুপ্রাণিত এই টাইলস সাধারণ সমতল মাইসেলিয়াম টাইলসের তুলনায় ২৫ শতাংশ দ্রুত ঠান্ডা হয়। শুধু তাই নয়, এই টাইলস উত্তপ্তও হয় ধীরে ধীরে।
সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো—বৃষ্টিপাতের অনুকরণে (সিমুলেটেড রেইনি কন্ডিশন) পরিবেশে এই টাইলসের ঠান্ডা হওয়ার ক্ষমতা আরও ৭০ শতাংশ বেড়ে যায়। ফলে এটি গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ার জন্য বিশেষভাবে উপযোগী।
টেকসই নির্মাণের দিকে এক ধাপ এগিয়ে
গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল Energy & Buildings-এ। প্রফেসর লে ফেরান্ড বলেন, “বর্তমানে ভবনের দেয়ালে যেসব ইনসুলেশন উপাদান ব্যবহৃত হয়, সেগুলোর অধিকাংশই সিনথেটিক, যা পরিবেশের জন্য ক্ষতিকর। কিন্তু আমাদের তৈরি টাইলস প্রাকৃতিক, বায়োডিগ্রেডেবল এবং টেকসই।”
প্রকৃতি থেকেই সমাধান
প্রকৃতির কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি এই উদ্ভাবন ভবিষ্যতের শহরগুলোতে পরিবেশবান্ধব নির্মাণের পথ দেখাতে পারে। জৈব উপাদান, বায়োমিমিক্রি এবং প্যাসিভ কুলিং টেকনোলজির সমন্বয়ে এটি এক নবতর দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিশ্বজুড়ে যখন নগরগুলো কার্বন নির্গমন কমানোর উপায় খুঁজছে, তখন এমন পরিবেশবান্ধব উদ্ভাবন আগামী দিনের জন্য হতে পারে কার্যকর সমাধান।