ঈদে ট্রেনে ফিরতি যাত্রা শুরু, আজ মিলবে ১০ জুনের টিকিট
ঈদের ছুটি শেষে রাজধানীমুখো যাত্রীদের জন্য ফিরতি ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি চলছে। বাংলাদেশ রেলওয়ে জানায়, আজ শনিবার অনলাইনে বিক্রি হচ্ছে ১০ জুনের ট্রেন টিকিট। এর আগের দিন শুক্রবার বিক্রি হয়েছে ৯ জুনের টিকিট।
পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলগামী ট্রেনের বিক্রি শুরু হয় দুপুর ২টায়। এবারও যাত্রীসেবায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করেছে রেলওয়ে।
রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী,
- ১১ জুনের টিকিট বিক্রি হবে ১ জুন,
- ১২ জুনের টিকিট ২ জুন,
- ১৩ জুনের টিকিট ৩ জুন,
- ১৪ জুনের টিকিট ৪ জুন,
- ১৫ জুনের টিকিট ৫ জুন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ-পরবর্তী সাত দিনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হচ্ছে এবং এসব টিকিট ফেরতযোগ্য নয়। যাত্রীরা সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন, একাধিক টিকিট নিলে সহযাত্রীদের নামও দিতে হবে।
বিশেষ ট্রেন ও ডিউটির প্রস্তুতি:
- আজ থেকেই শুরু হচ্ছে ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন সার্ভিস। সময়ানুবর্তিতা নিশ্চিত করতে রেলওয়ের ডিভিশনাল ও জোনাল কন্ট্রোল অফিসে মনিটরিং সেল গঠন করে নিয়োগ দেওয়া হচ্ছে ইমার্জেন্সি ডিউটি অফিসারদের।
- ট্রেন সময়সূচি ঠিক রাখতে গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে বাড়তি নজরদারি রাখা হবে। দুর্ঘটনা রোধে রেলপথে বিশেষ প্যাট্রলিংয়ের ব্যবস্থাও রাখা হচ্ছে।
- অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৯টি এমজি কোচ এবং সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ১৫টি বিজি কোচ ট্রেনে সংযুক্ত করা হবে। পাশাপাশি, পূর্বাঞ্চলে ১৮টি ও পশ্চিমাঞ্চলে ৯টি লোকোমোটিভ প্রস্তুত রাখা হয়েছে।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, এবার ঈদে যাত্রীসেবা উন্নত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।