আজ টেলিভিশনের পর্দায় থাকছে দারুণ সব ক্রীড়ানুষ্ঠান। ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ-এর ২০২৪-২৫ মৌসুমের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রাতে। জার্মানির মিউনিখে এই মহারণে মুখোমুখি হবে ফরাসি ক্লাব পিএসজি ও ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি দেখা যাবে রাত ১টায়, সনি টেন ১ ও সনি টেন ৩ চ্যানেলে।

এছাড়াও, ফ্রান্সে চলছে বিশ্বের অন্যতম জনপ্রিয় টেনিস আসর ফ্রেঞ্চ ওপেন। আজ অনুষ্ঠিত হবে তৃতীয় রাউন্ডের কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ। দুপুর ৩টা থেকে সনি টেন ২ চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে এই ম্যাচগুলো।

আজকের খেলা:
🎾 ফ্রেঞ্চ ওপেন (তৃতীয় রাউন্ড) – দুপুর ৩টা, সনি টেন ২
⚽ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল: পিএসজি বনাম ইন্টার মিলান – রাত ১টা, সনি টেন ১ ও ৩

স্পোর্টসপ্রেমীদের জন্য আজ রাতটা হতে যাচ্ছে বিশেষ উপভোগ্য।