অস্ট্রেলিয়ার একটি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ইতিহাস গড়েছে। তারা সম্প্রতি চালু করেছে বিশ্বের সবচেয়ে বড় সম্পূর্ণ বৈদ্যুতিক জাহাজ, যা পরিবেশবান্ধব সামুদ্রিক পরিবহনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

তাসমানিয়াভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান ইনক্যাট (Incat) নির্মিত এই বিশাল আকৃতির বৈদ্যুতিক জাহাজটি ছোটখাটো বৈদ্যুতিক ফেরিগুলোর তুলনায় একেবারে ভিন্ন মাত্রার। ৪০০ ফুট দীর্ঘ এই জলযানটির নাম ‘হাল ০৯৬’ (Hull 096) এবং এটি সম্পূর্ণরূপে ব্যাটারিচালিত। দক্ষিণ আমেরিকার ফেরি অপারেটর Buquebus-এর জন্য নির্মিত এই জাহাজটি আর্জেন্টিনার বুয়েনোস আইরেস ও উরুগুয়ের মধ্যে যাত্রী ও যানবাহন পরিবহন করবে- এক ফোঁটা জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করেই।

এই জাহাজে একসঙ্গে ২,১০০ যাত্রী ও ২২৫টি গাড়ি পরিবহনের ব্যবস্থা রয়েছে। সবচেয়ে চমকপ্রদ দিক হলো, এতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ‘ডিউটি-ফ্রি’ শপিং ডেক, যা যেকোনো ফেরিতে থাকা বাণিজ্যিক স্থানের মধ্যে সর্ববৃহৎ।

জাহাজটির শক্তি সরবরাহ ব্যবস্থায় রয়েছে প্রায় ২৫০ মেট্রিক টন (অর্থাৎ ২৭৫ টন) ব্যাটারি, যার মাধ্যমে ৪০ মেগাওয়াট-ঘণ্টারও বেশি বিদ্যুৎ সংরক্ষণ করা যায়। এই শক্তি ব্যবহার করে জাহাজটি ৮টি ইলেকট্রিক ওয়াটারজেট চালাতে সক্ষম- যা পূর্বের যেকোনো সামুদ্রিক বৈদ্যুতিক ইনস্টলেশনের তুলনায় চারগুণ বেশি ক্ষমতাসম্পন্ন।

ইনক্যাট চেয়ারম্যান রবার্ট ক্লিফোর্ড বলেন, “এই জাহাজ সত্যিকারের খেলার নিয়ম বদলে দিয়েছে। তাসমানিয়ায় আমরা চার দশকেরও বেশি সময় ধরে বিশ্বমানের জাহাজ নির্মাণ করে আসছি, কিন্তু হাল ০৯৬ আমাদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী, সবচেয়ে জটিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প।”

ইনক্যাট সিইও স্টিফেন কেসি বলেন, “হাল ০৯৬ প্রমাণ করে যে, বৃহৎ পরিসরের পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা কেবল ভবিষ্যতের বিষয় নয়, বরং তা এখনই বাস্তবায়নযোগ্য।”

এটি নিঃসন্দেহে বৈশ্বিক সামুদ্রিক খাতে এক যুগান্তকারী পদক্ষেপ- একটি সম্পূর্ণ বৈদ্যুতিক ভবিষ্যতের পথে।