রোমাঞ্চে ভরপুর এক সন্ধ্যা অপেক্ষা করছে ক্রীড়াপ্রেমীদের জন্য। আজ টিভি পর্দায় থাকছে দুইটি বড় ম্যাচ- একদিকে আইপিএল ক্রিকেট, অন্যদিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগ। দুই ভিন্ন মেজাজের এই খেলাগুলোই জমিয়ে রাখবে দর্শকদের রাত।

আইপিএল ২০২৫:
আজ রাতে আইপিএলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস ও গুজরাট টাইটানস। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ এবং টি স্পোর্টস চ্যানেল।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ:
রাত ১টায় মাঠে গড়াবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে prestigious আসরের সেমিফাইনালের ফিরতি লেগ। আজ মুখোমুখি হবে ইন্টার মিলান ও বার্সেলোনা। ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস টেন ২-এ।

খেলার রোমাঞ্চে ভরপুর একটি দিন আজ, তাই প্রস্তুত থাকুন প্রিয় দলকে সমর্থন জানানোর জন্য।