আজ টিভিতে রোমাঞ্চকর খেলার ছড়াছড়ি | ১২ এপ্রিল ২০২৫
আজকের দিনটি ক্রীড়াপ্রেমীদের জন্য একেবারে দারুণ। সকাল থেকে রাত পর্যন্ত দেশের-বিদেশের মাঠ কাঁপানো সব খেলাধুলার আয়োজন থাকছে টিভির পর্দায়। ঢাকা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে আইপিএল, পিএসএল, ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, লা লিগা—সবই জমজমাট।
ঢাকা প্রিমিয়ার লিগে চিরপ্রতিদ্বন্দ্বীদের মহারণ:
সকালে ঢাকার মিরপুরে মুখোমুখি হবে আবাহনী ও মোহামেডান—বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ। সকাল ৯টা থেকে টি স্পোর্টসে সরাসরি সম্প্রচার হবে ম্যাচটি। একই সময়ে প্রাইম ব্যাংক বনাম গুলশান এবং শাইনপুকুর বনাম রূপগঞ্জ টাইগার্স ম্যাচ দুটি দেখা যাবে টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে।
আইপিএলে আজ দুইটি হাইভোল্টেজ ম্যাচ:
প্রথম ম্যাচে বিকেল ৪টায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস মুখোমুখি হবে গুজরাট টাইটানসের। আর রাত ৮টায় মাঠে নামবে সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস। দুটি ম্যাচই সম্প্রচারিত হবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১/২ চ্যানেলে।
পিএসএলেও আজ ডাবল হেডার:
পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স খেলবে বিকেল ৪টা ৩০ মিনিটে। এরপর রাত ৯টায় মাঠে নামবে করাচি কিংস ও মুলতান সুলতানস। দুটি ম্যাচই দেখা যাবে নাগরিক টিভিতে।
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবলে বসুন্ধরা কিংস বনাম মোহামেডান:
ঘরোয়া ফুটবলের আকর্ষণ বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে বিকেল ৫টা ৩০ মিনিটে। এই ম্যাচটি দেখা যাবে টি স্পোর্টস ইউটিউব চ্যানেলে।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ তিনটি ম্যাচ:
বিকেল ৫টা ৩০ মিনিটে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেস। রাত ৮টায় খেলবে নটিংহাম ফরেস্ট ও এভারটন। দিনের শেষ ম্যাচে আর্সেনাল মুখোমুখি হবে ব্রেন্টফোর্ডের, রাত ১০টা ৩০ মিনিটে। সবগুলো ম্যাচই স্টার স্পোর্টস সিলেক্ট ১ চ্যানেলে দেখা যাবে।
বুন্দেসলিগা ও লা লিগা জমবে রাতের শেষে:
জার্মানির সবচেয়ে আলোচিত ম্যাচ বায়ার্ন মিউনিখ বনাম বরুসিয়া ডর্টমুন্ড শুরু হবে রাত ১০টা ৩০ মিনিটে, সনি স্পোর্টস টেন ২–এ। আর স্পেনের লা লিগায় বার্সেলোনা খেলবে লেগানেসের বিপক্ষে রাত ১টায়, ম্যাচটি দেখা যাবে স্পোর্টজেডএক্স অ্যাপে।
দিনভর এতো খেলার আয়োজন—এক কথায় ক্রীড়াপ্রেমীদের জন্য আজকের দিনটা এক বিশাল উৎসব।