সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৯ দিনের ঈদের ছুটি
ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবারের পবিত্র ঈদুল ফিতরে টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন। আগেই পাঁচ দিনের ছুটি ঘোষণা করলেও, নির্বাহী আদেশে ৩ এপ্রিল অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় ছুটির মেয়াদ ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ ঈদুল ফিতর হতে পারে। ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটি নির্ধারিত ছিল। তবে ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি এবং শবে কদরের ছুটি থাকায় ছুটি কার্যত শুরু হচ্ছে সেদিন থেকেই। ৩ এপ্রিল ছুটি হওয়ায় এর পরের শুক্র ও শনিবার মিলিয়ে ছুটি টানা ৯ দিনে পরিণত হয়েছে।
এর আগে, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকবে, তবে ২৭ মার্চ একদিন অফিস খোলা থাকবে। সরকারি ছুটির নিয়ম অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়া সম্ভব নয়, তবে অর্জিত বা ঐচ্ছিক ছুটির সুযোগ রয়েছে।
এদিকে, জরুরি সেবাসংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর ক্ষেত্রে নিজস্ব নিয়মে ছুটি নির্ধারিত হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদের সময় কিছু ব্যাংক শাখা খোলা রাখার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
পোশাক শিল্পে ছুটি: দেশে ৩,৫৫৫টি রপ্তানিমুখী পোশাক কারখানায় ৩০ লাখের বেশি শ্রমিক কাজ করেন। বিজিএমইএ মালিকদের অনুরোধ করেছে, সম্ভব হলে ঈদের দুই-তিন দিন আগে শ্রমিকদের ছুটি দিতে। বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, শিপমেন্টের চাপ থাকায় অধিকাংশ কারখানা শেষ কর্মদিবসেই ছুটি দেয়, তবে সুযোগ থাকলে আগে ছুটি দেওয়ার পরামর্শ দিয়েছেন।