১৭ রমজান: ইসলামের ইতিহাসে এক স্মরণীয় দিন। এই দিনে সংঘটিত হয় ইসলামের প্রথম ও গুরুত্বপূর্ণ যুদ্ধ—বদর যুদ্ধ। ২য় হিজরির ১৭ রমজানে বদরের প্রান্তরে সংঘটিত এই যুদ্ধ মুসলিম ও কুরাইশ বাহিনীর মধ্যে পার্থক্য গড়ে তোলে।

সংখ্যায় ছোট, কিন্তু ঈমানের শক্তিতে অদম্য বাহিনী:
মাত্র ৩১৩ জন সাহাবি সীমিত অস্ত্রশস্ত্র নিয়ে অংশ নেন, বিপরীতে প্রায় এক হাজার সৈন্য নিয়ে কুরাইশ বাহিনী উপস্থিত হয়। বাহ্যিকভাবে অসম এই যুদ্ধে আল্লাহর অদৃশ্য সাহায্য মুসলমানদের বিজয় নিশ্চিত করে। কুরাইশদের ৭০ জন নিহত ও ৭০ জন বন্দি হয়, আর ১৪ জন সাহাবি শাহাদাত বরণ করেন। এই বিজয় ইসলামের প্রসারকে আরও বেগবান করে।

উম্মুল মুমিনিন আয়েশা (রা.)-এর ইন্তেকাল: ইসলামের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়

উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা (রা.) ছিলেন নবী মুহাম্মদ (সা.)-এর প্রিয়তম স্ত্রী এবং একজন মেধাবী মুহাদ্দিস। তাঁর অসাধারণ জ্ঞান, প্রজ্ঞা ও ধর্মীয় শিক্ষায় অবদান অনস্বীকার্য। প্রায় ২,২০০ হাদিস তাঁর মাধ্যমে সংকলিত হয়।৫৮ হিজরির ১৭ রমজান, এই বিদুষী নারী ইন্তেকাল করেন। সাহাবি আবু হুরায়রা (রা.) তাঁর জানাজা পড়ান এবং মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর জীবন ও অবদান চিরকাল মুসলিম উম্মাহর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।