মানুষের টানে মানুষ ফেরে, তবে পাখির টানে ফেরার ঘটনা বিরল। এমনই এক অনন্য বন্ধুত্বের সাক্ষী তুরস্কের বুরসা প্রদেশের কারাকাব এলাকা। টানা ১৪ বছর ধরে প্রতি বসন্তে স্থানীয় মৎস্যজীবী আদেম ইলমাজের কাছে ফিরে আসে এক সারস পাখি, যার নাম ইয়ারেন।

১৪ বছরের বন্ধন: প্রতি বছর বসন্তে ইয়ারেন ফিরে এসে এস্কিকারাগাচ গ্রামে অস্থায়ী বাসা বাঁধে। বিশেষ করে ইলমাজের নৌকায় সময় কাটায় সে। এবারও ১৫ মার্চ ইয়ারেন ফিরে এসেছে, তার সঙ্গী নাজলির সঙ্গে। তবে এবার সে আগের বছরের তুলনায় একটু দেরিতে এসেছে, যা ইলমাজকে কিছুটা চিন্তিত করেছিল।

ইলমাজ আবেগাপ্লুত হয়ে বলেন, “ইয়ারেন আমার সন্তানের মতো। প্রতিদিন সকালে তাকে মাছ খাওয়াই। দেরি করায় উদ্বিগ্ন ছিলাম, কিন্তু ফিরে আসায় আমি আনন্দিত।”

বিশ্বজুড়ে আলোচিত এক সম্পর্ক: ইয়ারেনের ফিরে আসার বিষয়টি স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিশ্ববাসীকেও মুগ্ধ করেছে। তুরস্কের কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইয়ুমাকলি সামাজিক যোগাযোগমাধ্যমে এই মৎস্যজীবী ও পাখির ছবি শেয়ার করে লেখেন, “বসন্ত এসে গেছে, অপেক্ষার অবসান ঘটেছে। এ বন্ধুত্বের ১৪ বছর পূর্ণ হলো।”

একজন মানুষ ও এক পাখির মধ্যে তৈরি হওয়া এই অবিশ্বাস্য বন্ধুত্বের গল্প প্রকৃতির অনন্য রহস্যের এক সুন্দর উদাহরণ হয়ে উঠেছে।