জীবন বীমা করপোরেশন জনবল নিয়োগের জন্য পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি নবম গ্রেডে সহকারী ম্যানেজার পদে মোট ৫৯ জন নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সহকারী ম্যানেজার, পদসংখ্যা: ৫৯, বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর, বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯),

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম্মানসহ দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, ব্যবসায় প্রশাসন ও বাণিজ্য বিষয়ে ডিগ্রিপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন। চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি বা তিন বছর মেয়াদি অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রিকে সমতুল্য হিসেবে গণ্য করা হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে ফরম পূরণ করে আবেদন করতে হবে। নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত তথ্য উক্ত ওয়েবসাইট বা জীবন বীমা করপোরেশনের নিজস্ব ওয়েবসাইট থেকে জানা যাবে। উল্লেখ্য, ২০২২ সালের ২৭ এপ্রিল প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির (স্মারক নম্বর: ৫৩.১৯.৯০০১.০০২.১১.০৫৭.২২-৫৪৫) প্রেক্ষিতে যাঁরা ইতিপূর্বে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি হিসেবে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২২৩ টাকা (সার্ভিস চার্জসহ) এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ⏳ ১৮ মার্চ ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হচ্ছে।