ক্রিকেট থেকে ফুটবল—আজ টিভির পর্দায় থাকছে জমজমাট উত্তেজনা।
আজকের স্পোর্টস শিডিউলে রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ, মেয়েদের আইপিএল এবং ইউরোপিয়ান ফুটবলের উত্তেজনাপূর্ণ ম্যাচ। সকালে মাঠে নামবে মোহামেডান ও রূপগঞ্জ টাইগার্স, আর রাতে ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের লড়াই মাতাবে ফুটবলপ্রেমীদের।
🏏 ঢাকা প্রিমিয়ার লিগ: সকালে ঢাকার ক্রিকেটপ্রেমীরা দেখতে পারবেন মোহামেডান ও রূপগঞ্জ টাইগার্সের ম্যাচ। খেলা শুরু সকাল ৯টা, সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
🏏 মেয়েদের আইপিএল: রাত ৮টায় মেয়েদের আইপিএলে মুখোমুখি হবে ইউপি ওয়ারিয়র্স ও মুম্বাই ইন্ডিয়ানস। ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস ১-এ।
⚽ উয়েফা কনফারেন্স লিগ: রাত ১১:৪৫টায় কনফারেন্স লিগে মুখোমুখি কোপেনহেগেন ও চেলসি। ম্যাচটি সম্প্রচার করবে সনি স্পোর্টস টেন ২।
⚽ উয়েফা ইউরোপা লিগ: একই সময়ে ইউরোপা লিগে মাঠে নামবে রিয়াল সোসিয়েদাদ ও ম্যানচেস্টার ইউনাইটেড (সনি স্পোর্টস টেন ২) এবং এজেড আল্কমার ও টটেনহাম (সনি স্পোর্টস টেন ১)।
রাত ২টায় অনুষ্ঠিত হবে আরও তিনটি ইউরোপা লিগ ম্যাচ—
🔹 এএস রোমা বনাম অ্যাথলেটিক বিলবাও (সনি স্পোর্টস টেন ২)
🔹 আয়াক্স বনাম ফ্রাঙ্কফুর্ট (সনি স্পোর্টস টেন ১)
🔹 বোদো/গ্লিমট বনাম অলিম্পিয়াকোস (সনি স্পোর্টস টেন ৩)
🔹 প্লজেন বনাম লাৎসিও (সনি স্পোর্টস টেন ৫)