পিএসজি ০ : ১ লিভারপুল,

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির দুর্দান্ত পারফরম্যান্সও রুখতে পারেনি লিভারপুলকে। ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। বিপরীতে মাত্র একবার লক্ষ্যে শট নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

পিএসজি ম্যাচে ২৭টি শট নিলেও আলিসনের দুর্দান্ত গোলকিপিংয়ে কোনো গোল আদায় করতে পারেনি। ব্রাজিলিয়ান এই গোলরক্ষক লিভারপুলের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ ৯টি সেভ করার রেকর্ড গড়েছেন।

আলিসনের দুর্দান্ত পারফরম্যান্সে রক্ষা পেল লিভারপুল

অন্যদিকে নিষ্প্রভ সালাহর বদলি হিসেবে নেমে মাত্র ১ মিনিটের মধ্যেই হার্ভে এলিয়ট লিভারপুলকে এগিয়ে দেন। পিএসজি কাভারাস্কেইয়ার গোল অফসাইডের কারণে বাতিল হলে ম্যাচে ফিরে আসতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্নে স্লটের দল।