৫৮তম বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে ধর্মপ্রাণ মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে ১৪টি বিশেষ ট্রেন পরিচালনা করতে যাচ্ছে। বিশ্ব ইজতেমা, যা বিশ্বের অন্যতম বৃহত্তম ইসলামিক সমাবেশ, আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হয়ে রবিবার (২ ফেব্রুয়ারি) শেষ হবে। এই সময়ে মুসল্লিদের সুবিধার্থে বিশেষ ট্রেনগুলো চালানো হবে।

বুধবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কার্যালয় থেকে এই বিশেষ ট্রেন পরিষেবার ঘোষণা দেওয়া হয়। টঙ্গীর ইজতেমা ময়দানে লাখ লাখ মুসল্লির সমাগম ঘটে, তাই তাদের যাতায়াত সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষ ট্রেনের সময়সূচি নিম্নরূপ:

শুক্রবার, ৩১ জানুয়ারি:

  • জুমা স্পেশাল-১: ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে টঙ্গী পৌঁছাবে সকাল ১০টা ১৫ মিনিটে।
  • জুমা স্পেশাল-২: টঙ্গী থেকে বিকেল ৩টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৩টা ৪৫ মিনিটে।

শনিবার, ফেব্রুয়ারি:

  • জামালপুর থেকে টঙ্গী স্পেশাল: জামালপুর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে টঙ্গী পৌঁছাবে দুপুর ২টা ১৫ মিনিটে।
  • টাঙ্গাইল থেকে টঙ্গী স্পেশাল: টাঙ্গাইল থেকে দুপুর ১২টায় ছেড়ে টঙ্গী পৌঁছাবে দুপুর ১টা ২০ মিনিটে।

রবিবার, ফেব্রুয়ারি (আখেরি মোনাজাতের দিন):

  • ঢাকা-টঙ্গী স্পেশাল-১: ঢাকা থেকে ভোর ৪টা ৪৫ মিনিটে ছাড়বে।
  • ঢাকা-টঙ্গী স্পেশাল-২: ঢাকা থেকে ভোর ৫টায় ছাড়বে।
  • ঢাকা-টঙ্গী স্পেশাল-৩: ঢাকা থেকে ভোর ৫টা ২৫ মিনিটে ছাড়বে।
  • ঢাকা-টঙ্গী স্পেশাল-৪: ঢাকা থেকে ভোর ৫টা ৫০ মিনিটে ছাড়বে।
  • টঙ্গী-ঢাকা স্পেশাল-১: টঙ্গী থেকে সকাল ৮টা ৩৫ মিনিটে ছাড়বে।
  • টঙ্গী-ঢাকা স্পেশাল-২: টঙ্গী থেকে সকাল ৯টা ৪২ মিনিটে ছাড়বে।
  • টঙ্গী-ঢাকা স্পেশাল-৩: টঙ্গী থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছাড়বে।
  • টঙ্গী-ঢাকা স্পেশাল-৪: টঙ্গী থেকে বেলা ১১টা ৭ মিনিটে ছাড়বে।
  • টঙ্গী-ময়মনসিংহ স্পেশাল-১: টঙ্গী থেকে দুপুর ১২টা ২০ মিনিটে ছাড়বে।
  • টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল-২: টঙ্গী থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে ছাড়বে।

বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে এই বিশেষ ট্রেন পরিষেবা মুসল্লিদের যাতায়াত সহজ ও সুবিধাজনক করতে পরিচালনা করা হচ্ছে। ইজতেমার সুষ্ঠু আয়োজন ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিশ্ব ইজতেমা তাবলিগ জামাতের আয়োজনে প্রতি বছর অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসল্লি অংশ নেন। এবারের ইজতেমা দুটি পর্বে অনুষ্ঠিত হবে, যার প্রথম পর্ব ২ ফেব্রুয়ারি শেষ হবে এবং দ্বিতীয় পর্ব ফেব্রুয়ারির শেষের দিকে অনুষ্ঠিত হবে।