দেশের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে শাহবাগে এক অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জাতীয়করণের প্রক্রিয়া পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। দীর্ঘদিন ধরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের দাবির মধ্যে রয়েছে—

  • ইবতেদায়ি মাদরাসা নিবন্ধন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করা।
  • রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদরাসাগুলোকে মাদরাসা শিক্ষাবোর্ডের কোড নম্বরে অন্তর্ভুক্ত করা।
  • স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা নীতিমালা প্রণয়ন।
  • পাঠদানের অনুমতি, স্বীকৃতি ও বেতন-ভাতা নিশ্চিত করা।
  • নীতিমালা-২০২৫ অনুমোদন।
  • প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা নেওয়া।
  • স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি খোলার অনুমোদন।

বর্তমানে এক হাজার ৫১৯টি অনুদানভুক্ত মাদরাসার প্রধান শিক্ষকরা তিন হাজার ৫০০ টাকা এবং সহকারী শিক্ষকরা তিন হাজার ৩০০ টাকা অনুদান পান। তবে অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদরাসার অধিকাংশ শিক্ষক দীর্ঘ ৪০ বছর ধরে বিনা বেতনে দায়িত্ব পালন করছেন, যা তাদের মানবেতর জীবনযাপনের দিকে ঠেলে দিয়েছে।

শিক্ষকরা আশা করছেন, সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে জাতীয়করণের প্রক্রিয়া সম্পন্ন করবে, যাতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা লাভের সুযোগ পায় এবং শিক্ষকরা ন্যায্য সুবিধা পান।