জোয়ান বায়েজ চরিত্রে অস্কার মনোনয়ন পেলেন মনিকা বারবারো
জেমস ম্যানগোল্ড পরিচালিত ‘আ কমপ্লিট আননোন’ সিনেমায় জোয়ান বায়েজ চরিত্রে অভিনয় করে অস্কারের পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন মনিকা বারবারো। তরুণ বব ডিলানের জীবনের গল্প নিয়ে তৈরি এই ছবিতে বব ডিলানের চরিত্রে অভিনয় করেছেন টিমোথি শ্যালামে, যিনি সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন।
জোয়ান বায়েজের চরিত্রটি ফুটিয়ে তুলতে মনিকা গান শেখা থেকে শুরু করে তাঁর জীবনকাহিনি নিয়ে গভীর গবেষণা করেন। ছবিতে নিজের কণ্ঠে জোয়ানের গান পরিবেশন করেছেন তিনি, যা সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
মনিকার ক্যারিয়ারের এই মাইলফলক তাঁর জন্য একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে। এর আগে তিনি ‘টপ গান: ম্যাভেরিক’ এবং ‘ফুবার’-এর মতো প্রজেক্টে কাজ করে পরিচিতি পেয়েছিলেন। এখন মনিকা চান বাস্তব জীবনে জোয়ান বায়েজের সঙ্গে দেখা করতে।