বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল কুয়ালালামপুরে অনুষ্ঠিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শেষ করেছে দুর্দান্তভাবে।

ছবি সংগৃহীত

বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ১৩ ওভারে। টসে জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশ দল প্রতিপক্ষকে ৫৪ রানে বেঁধে ফেলে। দলের পক্ষে বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করেন। নিশিতা আক্তার ৩ উইকেট তুলে নেন মাত্র ১১ রানে, আর আনিসা আক্তার ২ উইকেট শিকার করেন ১৩ রানে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন অমৃতা রামতাহাল।

৫৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি ওপেনাররা দারুণ ব্যাটিং প্রদর্শন করেন। ফাহমিদা ছোঁয়া ১৪ রানে এবং জুয়াইরিয়া ফেরদৌস ২৫ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন মাত্র ৮.৫ ওভারে।

যদিও বাংলাদেশ দল আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে, তবে এই জয় তাদের জন্য বড় একটি অনুপ্রেরণা। পুরো টুর্নামেন্টে দলটি মোট পাঁচটি ম্যাচ খেলে তিনটিতে জয় তুলে নেয়। এর আগে নেপাল ও স্কটল্যান্ডকেও পরাজিত করেছিল তারা।

এবারের বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটাররা খুব একটা নজর কাড়তে না পারলেও শেষ ম্যাচে ওপেনারদের ব্যাট থেকে এমন আত্মবিশ্বাসী পারফরম্যান্স দলের ভবিষ্যতের জন্য ভালো লক্ষণ। বোলারদের ধারাবাহিক পারফরম্যান্সও দেখিয়েছে যে দলটির প্রতিভা রয়েছে উচ্চ পর্যায়ে উন্নতি করার।