বাংলাদেশীদের জন্য রিয়েলমি নিয়ে এল “নোট ৬০এক্স”। যাতে নতুন ভাবে যুক্ত হল ড্রপ প্রোটেকশন ফিচার। এছাড়াও অক্টা-কোর প্রসেসর থাকায় ফোনটি দিয়ে খুব দক্ষভাবে বিভিন্নরকম কাজ করা সম্ভব। তবে হালকা ওজনের পাতলা এই ফোনটিতে রয়েছে ৪ জিবি + ৮ জিবি ডায়নামিক রেম এবং ৬৪ জিবি রম।

ফোনটিতে আরো রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির চমৎকার ডিসপ্লে, রয়েছে ৫ হাজার এমএএইচ শক্তিশালি ব্যাটারিও। অনবদ্য ‘আর্মরশেল’ প্রোটেকশন ফিচারটিকে দিয়েছে আট স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এই নিরাপত্তা ব্যবস্থাটি ফোনটিকে হঠাৎ পড়ে যাওয়া, পানি ও ধূলো-ময়লা থেকে সুরক্ষিত রাখবে।