গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইলে অবস্থিত কমফিট কম্পোজিট নীট লি: একটি শতভাগ রপ্তানী পোষাকশিল্পের কারখানা। ১৪ হাজারের বৃহৎ পরিবারে গত ৩০ অক্টোবর থেকে চলছে আন্ত ফুটবল টুর্নামেন্ট যার নাম কমফিট ফুটবল টুর্নামেন্ট – ২০২৪। মালিক শ্রমিক ভাতৃত্বের বন্ধন বৃদ্ধিতে এই টুর্নামেন্ট আয়োজন হয় প্রতি বছর।

বিগত ১৬ কর্মদিবস ধরে চলতে থাকা এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হয় ৪০টি ম্যাচ। ২০টি দল থেকে কোয়ার্টার ফাইনাল বা সুপার এইটে উত্তীর্ণ হয় ৮টি দল। গতকাল শনিবার থেকে শুরু হয় সুপার এইটের ম্যাচ। ৪ম্যাচের নক আউট এই পর্বে প্রথম ম্যাচে নির্ধারিত সময়ে গোলের দেখা না পাওয়ায় পেনাল্টিশ্যুটে কোয়ালিটি ওয়ারিয়রস পরাজিত করে প্রিন্টিং প্ল্যানেটকে। দিনের দ্বিতীয় ম্যাচে দ্য এজাইল এভেঞ্জার্সকে হারিয়ে সেমি ফাইনালে নিশ্চিত করে গোল্ড স্টার্স।

সুপার এইটের দ্বিতীয় দিনের (রবিবার) প্রথম ম্যাচে কমফিট হিরোসকে ৩-১ গোলে পরাজিত করে নাটকীয় জয় লাভ করে রেস্টলেস নীটিং। সুপার এইটের শেষ ম্যাচে মুখোমুখি হয় রেইনবো এওপি এবং কমফিট এলায়েন্স। শেষ ম্যাচে রেইনবো এওপি ৩-২ গোলে পরাজিত করে কমফিট এলায়েন্সকে।

প্রাণবন্ত এই টুর্নামেন্টে আগামীকাল (সোমবার) শুরু হতে যাচ্ছে সেমিফাইনাল। ইতোমধ্যে সেমিফাইনালে নির্ধারিত ম্যাচসমূহ হলোঃ-
১) কোয়ালিটি ওয়ারিয়ারস বনাম রেস্টলেস নীটিং
২) গোল্ড স্টার্স বনাম রেইনবো এওপি

আগামী ২০ নভেম্বর (বুধবার) এই সীমাহীন উল্লাসিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।